অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩
ভারতের অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গ্রেফতার। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে অভিযুক্ত তিনি।
শনিবার (৯ সেপ্টেম্বর ) ভোরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা নিয়ে বহুদিন ধরেই টানাপোড়েন চলছিল।
এদিন জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাক্তারি পরীক্ষা ও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আটক হয়েছেন চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ ও।
তেলুগু দেশম পার্টির তরফে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। জানা গেছে, ভোর ৩টায় আরকে ফাংশন হলে রীতিমত এলাকা ঘেরাও করে গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে।
বিরাট পুলিশ বাহিনী এবং সিআইডির আধিকারিকরা তুলে নিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
আরএক্স/