বিএডিসি ট্রেনিং ইনিস্টিউটে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩


বিএডিসি ট্রেনিং ইনিস্টিউটে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
বিএডিসি ট্রেনিং ইনিস্টিউটে বুনিয়াদি প্রশিক্ষণ

বিএডিসি’র ১১তম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত বিএডিসি’র ট্রেনিং ইনিস্টিউটে এ প্রশিক্ষণ শুরু হয়।


২১ দিনব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। প্রশিক্ষণে সংস্থার বিভিন্ন পুলে কর্মরত ৩৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকে সিআইবি রিপোর্টিং বিষয়ক কর্মশালা


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি দাপ্তরিক কার্যক্রম সুসম্পন্ন করার ক্ষেত্রে বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।


আরও পড়ুন: এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি


তিনি বলেন, “সুষ্ঠুভাবে কাজ করতে দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মকর্তাদের শারিরীকভাবে সুস্থ থাকতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”


জেবি/এসবি