কেয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরানো হবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কেয়ামত
হবে ভয়াবহ। ভয়ংকর এ দিনে মানুষ
বিনা কাপড়ে উঠবে। এ দিনের ভয়াবহতা
এতবেশি হবে যে- সবাই
নিজের হিসাব ও চিন্তায় অস্থির
থাকবে। কেউ কারো সহযোগিতা
করবে না; এমনকি কার
কী হালত বা অবস্থা
হবে তা-ও উপলব্দি
করতে পারবে না। কেয়ামতে দিন
মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের
কাপড় পরাবেন। কেয়ামতের ভয়বাহতা ও কাপড় পরানোর
বিষয়টি কোরআন-সুন্নায় সুস্পষ্টভাবে ওঠে এসেছে-
কেয়ামতের
দিনের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা
করেন-
یَوۡمَ نَطۡوِی السَّمَآءَ کَطَیِّ السِّجِلِّ لِلۡکُتُبِ ؕ کَمَا
بَدَاۡنَاۤ اَوَّلَ خَلۡقٍ نُّعِیۡدُهٗ ؕ وَعۡدًا عَلَیۡنَا ؕ اِنَّا کُنَّا فٰعِلِیۡنَ
সে দিন আমি আসমানসমূহকে
গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে
রাখা হয় লিখিত দলিল-পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির
সূচনা করেছিলাম; সেভাবেই পুনরায় সৃষ্টি করবো। ওয়াদা পালন করা আমার
কর্তব্য। আমি তা পালন
করবই।’ (সুরা আম্বিয়া : আয়াত
১০৪)
এ দিনের ভয়াবহতা ও কাপড় পরানোর
বিষয়টি হাদিসের একাধিক বর্ণনায় এভাবে ওঠে এসেছে-
১. হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু