আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩
হাইকোর্টের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আত্মসমর্পণ করছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। তার আত্মসমর্পণ ঘিরে রবিবার (১০ সেপ্টেম্বর)সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে ভিড় করেন। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এদিন ঢাকার বিশেষ জজ-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমান। তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: জামিন পেলেন বিএনপি নেতা আমানের স্ত্রী
এর আগে ২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানউল্লাহ আমানকে ১৩ বছরের ও সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গেল ৩০ মে সেই রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
আরও পড়ুন: শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ বিএনপির ৬০ জনের বিচার শুরু
রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। গেল ৭ আগস্ট সেই রায় প্রকাশ হয়।
পরে রায়ের নির্দেশনা অনুসারে আমানের স্ত্রী সাবেরা আমান গেল ৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন। পরে তিনি আপিল বিভাগের চেম্বার আদালত থেকে জামিন পান।
জেবি/এসবি