টাকা না দেওয়ায় শ্বশুরকে খুন করলেন পুত্রবধূ !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩
বিদেশে যাওয়ার জন্য ২ লক্ষ টাকা চেয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন শ্বশুর। টাকা না পেয়ে শ্বশুরকে ভারী বস্তু দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে।
অভিযোগ, তিনি খুনের পর শ্বশুরের পুরুষাঙ্গ ও কেটে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের খেদা জেলায়। ধৃত তরুণী গৃহবধূ পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে নিয়েছেন।
তিনি পুলিশকে এ ও জানিয়েছেন, ৭৫ বছরের বৃদ্ধ শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। পরিবর্তে শ্বশুর তাঁকে টাকা দিতেন। সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য শ্বশুরের কাছে থেকেই তাই টাকা চেয়েছিলেন তরুণী পুত্রবধূ।
কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় খুনের সিদ্ধান্ত নেন। তরুণী জানিয়েছেন, ফেসবুকে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তিনিই তাঁকে বিদেশে যাওয়ার কথা বলেছিলেন। টাকা না পেয়ে শ্বশুরকে খুনের ছক কষেন বধূ। প্রথমে ভারী কোনও বস্তু দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করা হয়। তারপর বৃদ্ধের পুরুষাঙ্গ ও কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ৩দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধের পুত্র। এমনকি রাজস্থানে আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়েছিল। পরে গুজরাটের বাড়িতেই একটি ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি সুকৌশলে সেই ঘরে লুকিয়ে রাখা হয়েছিল। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, মৃতের নাম জগদীশ শর্মা।
তার দেহটি পঁচাগলা অবস্থায় ৫ সেপ্টেম্বর উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ভারী বস্তুর আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তাঁর দেহের অন্যান্য অংশেও আঘাতের চিহৃ ছিল।
আরএক্স/