বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুরাতন পাড়ার ছমিরণ নেছা বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘খুব ভাল হলো, আমি আমার নাতিনকে জড়িয়ে এই কম্বলে ঘুমাবো।’ কম্বল পেয়ে আরো অনেকেই বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করেন। বলেন, যাঁরা কম্বল দিলো, আল্লাহ তাঁদের ভাল রাখবে।’

বুধবার চুয়াডাঙ্গা জেলার চার উপজেলাসহ ৫টি পৃথক পৃথক স্থানে বসুন্ধরা গ্রুপের দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়। মোট ২০০০ কম্বল বিতরণ করা হয় জেলার পাঁচটি পৃথক পৃথক স্থানে।

সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমিতে কম্বল বিতরণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন। কম্বল বিতরণ শুরুর আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের এই আয়োজন খুবই প্রশংসনীয়। এমন আয়োজন সমাজের পিছিয়ে থাকা মানুষদের সাহস জোগাবে।

চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমিতে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল হাসান বিট্টূ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক পারভীন লাইলা, সদস্য শেখ লিটন, মামুন মোল্লা, রকিব হোসেন, আলিফ আজমাইন ও জিহাদ হোসেন প্রমুখ।

পরে বেলা ১২টায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণের আয়োজনে শুভসংঘের সদস্যরা ছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, সহকারি অধ্যাপক আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর দুটায় জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কম্বল উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সহ সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল উপস্থিত ছিলেন। জীবননগরের বাঁকা গ্রামের বৃদ্ধা হাওয়ারন বিবি কম্বল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি কখনও কোন সহযোগিতার তালিকায় নাম লেখাতে পারেনি। বাড়ির পাশের নাতি ছেলে তোমাদের দেওয়া কম্বলের লিস্টে আমার নাম লিখে দিয়েছে। এখন কম্বল গায়ে জড়িয়ে শীত কাটাতে পারবো।

বেলা তিনটায় আলমডাঙ্গা ডায়াবেটিকস সমিতি চত্বরে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, বেতার শিল্পী রইচ উদ্দিন প্রমুখ।

বেলা সাড়ে তিনটায় দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে কম্বল বিতরণ করা হয়। এই আয়োজনে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনি, দামুড়হুদা ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।