করিমগঞ্জে নাবালিকার রহস্যজনক মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩
নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আসামের করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা মেদল এলাকায়।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয়েছে নাবালিকার মৃতদেহ। এলাকাবাসীর ধারনা ধর্ষণ করে হত্যা করা হয়েছে ওই নাবালিকাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মৃত নাবালিকার অন্য তিন বোন হঠাৎ হাল্লা চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ঘরে ছুটে এসে দেখতে পান নাবালিকা ঘরের একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে। পরে নাবালিকার মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত আরম্ভ করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপর ম্যাজিস্টেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, ২দিন আগে ৪ মেয়েকে বাড়িতে রেখে লোয়াইরপোয়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন মা- বাবা। এর সুযোগে জঘন্য ও নৃশংস কাজটি করেছে কোনও এক নরপশু।
আরএক্স/