সাত কলেজের অনার্স ১ম বর্ষের এক দিনে দুই পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ ম বর্ষ নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন (২০২১-২০২২) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর।আর পরীক্ষা শেষ হবে ৩ ডিসেম্বর।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়। কিন্তু রুটিন প্রকাশের পর দেখা যায় বিপত্তি একই দিনে পরিসংখ্যান বিভাগের দুইটি পরীক্ষা (MAM 102) এবং P Of Economics (212209)অনুষ্টিত হবে রুটিনে উল্লেখ আছে , ফলে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মাঝে হতাশা দেখা গেছে। শিক্ষার্থীরা আশাবাদী বিষয়টা সমাধান করা হবে।
এই বিষয়ে পরিসংখ্যান বিভাগের জহিরুল নামের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী বলেন, আমরা প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সাধারণত দুইটা পরিক্ষার মধ্যে তিন থেকে চার দিনের বিরতি থাকে কিন্তু আমাদের Calculas (MAM 102) এবং P Of Economics (212209) পরীক্ষা একই দিনে দিয়েছে।এই বিষয়ে আমরা আমাদের বিভাগের শিক্ষকদের জানিয়েছি। শিক্ষকরা বলেছেন তারা ঢাবির সাথে যোগাযোগ করে এর সমাধান করবেন।
নিজাম নামের আরেক শিক্ষার্থী বলেন,হঠাৎ করে একই দিনে দুইটা পরিক্ষা দেখে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরবর্তীতে শিক্ষকদের সাথে যোগাযোগ করার পর স্বস্তি ফিরে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিক্ষার রুটিন প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক এবং দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের স্বমন্বয়ক সুপ্রিয়া ভট্রাচার্য বলেন,পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে এই বিষয়ে সুরাহা করবেন।
উল্লেখ্য, রুটিনে বলা হয়েছে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সনের অনার্স ১ ম বর্ষের পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দিনে সকাল ৯টায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সীমা কতক্ষণ হবে তা উল্লেখিত প্রশ্নপত্রে উল্লেখ থাকবে । আর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি সাতটি কলেজ হল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
আরএক্স/