খাগড়াছড়িতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


খাগড়াছড়িতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম

মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ সেপ্টেম্বর) ওয়ালটন প্লাজা গুইমারা উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রাহকগণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু মশা ধ্বংস, ডেঙ্গু থেকে রক্ষা ও ডেঙ্গু হলে করনীয় কি এবং এর প্রতিকার সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা মূলক র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 


এসময় ওয়ালটন প্লাজার স্টাফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীতে এর অভিযানে অংশগ্রহন করেন। এসম ওয়ালটন সৌ-রুমের ম্যানেজার ও স্টাফরা বলেন, বর্তমানে দেশে ব্যপক হারে ডেঙ্গু রোগটি বেড়েছে। যা বিগত বছরের চেয়ে অনেক বেশি। আমাদের সবাইকে একত্রিত ও সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহন করতে হবে। পরে এই অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশ্বাস দেন।


আরএক্স/