কমলগঞ্জে অবৈধ ভারতীয় নাসির বিড়ি জব্দ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৩ পিএম, ১৩ই সেপ্টেম্বর ২০২৩


কমলগঞ্জে অবৈধ ভারতীয় নাসির বিড়ি জব্দ
জব্দকৃত মালামাল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শরিষতলা পয়েন্টে শমশেরনগর টু কুলাউড়া সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ১,৩৮,০০০ হাজার শলাকা আমদানি ও নিষিদ্ধ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়িসহ একটি ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার উদ্ধার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ি।


বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি তদন্ত শামিম আইকনজির নেতৃত্বে এসআই কাশী শার্মা ও টিএসআই দীপক রায়সহ পুলিশ সদস্যের সহায়তায় অভিজান পরিচালনা করে গাড়িকে সিগন্যাল দিয়ে দ্বার করালে পরবর্তীতে কালাম বক্স কামাল (৩০) পিতা মৃত তাহির বক্স বতই সহ অজ্ঞাত গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায়।


ওসি তদন্ত শামিম আইকনজি বিষয়টি সততা নিশ্চিত করে বলেন, আটককৃত মালামাল যার বাজার মুল্য আনুমানিক ৩,৩৮,০০০ টাকা। 


ঘটনার পরবর্তীতে এবিষয়ে নিয়মিত থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।