ইসির নিবন্ধন পেল দেশের ৬৬ পর্যবেক্ষক সংস্থা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩
নির্বাচনকে সামনে রেখে ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হয়েছে। সংস্থাগুলোর নামের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিভেনি কৃষি মার্কেটের আগুন
সংস্থাগুলো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে ইসি।
এর আগে গেল ৮ আগস্ট নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করে ইসি।
আরও পড়ুন: বিশ্ববাসী জানবে বঙ্গবন্ধু কিভাবে একটি জাতির রূপকার হলেন: তথ্যমন্ত্রী
২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। তাদের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে।
জেবি/এসবি