চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সিমান্তে ৫৯ বিজিবির অবৈধ অস্ত্র উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সিমান্তে বিজিবি'র অভিযানে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র আওতাধীন ভোলাহাট বিওপির অধীনস্থ চামুচা গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আওতাধীন চাঁদশিকারি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গুচ্ছ গ্রামে বাড়ির বেড়া সংলগ্ন ১টি গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি'র টহল দল। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি ভোলাহাট থানায় আলামত হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে এসব কথা জানান।
আরএক্স/