বাড়ির ছাদ ভেঙে ঘুমন্ত অবস্থায় ৩ শিশুসহ নিহত ৫


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩


বাড়ির ছাদ ভেঙে ঘুমন্ত অবস্থায় ৩ শিশুসহ নিহত ৫
ভেঙে পড়া পুরনো বাড়ি। ছবি: সংগৃহীত

সকারে ঘুম থেকে উঠার আগেই ভেঙে পড়ল পুরনো বাড়ির ছাদ। ঘুমের মধ‍্যয়ে প্রাণ হারালেন ৫ জন। তাদের মধ‍্যে ৩ জন শিশু। 


সর্বভারতীয় সংবাদমাধ্যম  সূত্রে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর বেলায় ঘটনাটি ঘটেছে ভারতের লখনউয়ে। আলমবাগের কয়েক দশকের পুরনো রেল কলোনি এলাকায়। 


পুলিশ জানিয়েছে, বাড়িটি বহু পুরনো। সতীশ চন্দ্র নামের একব‍্যক্তি পরিবার নিয়ে ওই বাড়িতেই থাকতেন। ভেঙে পড়া ছাদের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে সতীশ, তাঁর স্ত্রী ও ৩ নাবালক সন্তানের। 


পুলিশ আরও জানিয়েছে, সকাল ৮ টায় স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাঁরা। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দ্রুত পৌঁছায়। 


৫ টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/