পঞ্চগড় সীমান্তে বিপুল পরিমান স্বর্ণের বারসহ আটক ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্তে বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া নটার দিকে এই র্স্বণ আটক করা হয়। যার মূল্য ১৫ কোটি টাকার ও উপড়ে।
বিজিবি’র নীলফামারীর ৫৬ ব্যাটালিয়ান এর অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম এর স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে জানানো হয়েছে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া নটার দিকে তাদের গোয়েন্দা ও গোপন সোর্সের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে প্রধান পাড়া সীমান্তে অভিযান চালিয়ে ওই এলাকার মাধুপাড়া এলাকার আফসার আলীর পূত্র জুয়েল (৩২)এর কাছ থেকে ১৯ কেজি ৩০৩ গ্রাম র্স্বণ (১৯টি স্বর্ণের বার) উদ্ধার এবং একটি মোটর সাইকেল সহ জুয়েল আটক করা হয়।
আটক ব্যক্তি এই স্বর্ণ ভারতে পাচার করার উদ্দেশ্যে এগুলি সীমান্তে নিয়ে আসে। সীমান্ত পিলার নম্বর ৭৫৫/৪ এস।এসময় তার কাছে নগদ চব্বিশ হাজার ছয়শত নব্বই টাকা ও একটি মোবাইল পাওয়া যায়।
বিজিবি’র দেওয়া তথ্য মতে, ওই উদ্ধারকৃত স্বর্ণের মূল্য পনের কোটি বারো লাখ একষট্রি হাজার নয়শত আঠান্ন টাকা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) সদর থানায় অবস্থান করা বিজিবি’র সদস্যা কিছুই বলতে রাজি হননি।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন‘ মামলা প্রক্রিয়াধীন ধৃত ব্যক্তি থানায় আছে।
আরএক্স/