Logo

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৭
8Shares
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশও সেই লক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বিশেষে রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।”

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, “আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।”

তিনি বলেন, “নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসি একটি আইনের আওতায় গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন না।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না। কোনো সরকারি কর্মচারি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত বা শাস্তি দিতে পারে ।”

তিনি বলেন, “ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে। নির্বাচন কমিশনকে (নির্বাচন সংক্রান্ত) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিষয়ে মোমেন বলেন, “আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।”

বিজ্ঞাপন

একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শটি বাস্তবসম্মত হয় তবে আমরা অবশ্যই সেটি গ্রহণ করবো।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকবিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মোমেন বলেন, “যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘ্নিত এবং সহিংসতা করতে না পারে। সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।”

বিজ্ঞাপন

সূত্র: বাসস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD