রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা: ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩


রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা: ফখরুল
ফাইল ছবি

বর্তমান সরকার এতটাই ফ্যাসিবাদী যে, ভয়ে সংবাদকর্মীরাও সেন্সর করে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র এখন রাষ্ট্র নেই। এটা এখন যন্ত্রণার কারখানা হয়ে গেছে। এরা বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারকরাই ন্যায় বিচার ধ্বংস করছে।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিএনপি মহাসচিব বলেন, “আমরা সবাই ঘোর অন্ধকারের দিকে যাচ্ছি। স্বাধীনতার সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তারা কল্পনায় করিনি এমন একটি সময় আমরা দেখবো। আজকে গণমাধ্যমও ভাগ হয়েছে।”


আরও পড়ুন: ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের দফতর সম্পাদক রিয়াজকে বহিষ্কার


মির্জা ফখরুল বলেন, “আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। সবাই মিলে আসুন এই দানবীয় সরকারকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি।”


জেবি/এসবি