দিনটি আজ সিঙ্গেলদের


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩


দিনটি আজ  সিঙ্গেলদের
ফাইল ছবি

আজ ২৩ সেপ্টম্বর, সিঙ্গেল দিবস। দিনটির প্রচলন করেছেন কারেন রিড নামক এক ব্যক্তি। শুরুতে এটি জানুয়ারি মাসের এক তারিখে পালন করা হতো। পরে দিনটি ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর।


প্রেমিকযুগলদের জন্য ভালোবাসা দিবসসহ অনেক রকম দিবস রয়েছে। যারা এখনও  সিঙ্গেল তারা সেসব দিবস পালন করেন মন খারাপের দিন হিসেবেই।একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।


আরও পড়ুন: প্রথম প্রেম মনে করার দিন আজ


অনেকেই তাই বলেন, অন্য কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়।


আরও পড়ুন: ঐতিহ্যের হারিকেন বিলুপ্তির পথে


আজকের দিন তাদের জন্যই -একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান নিজের জন্য। ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজের শখের যে জিনিসটি কিনব কিনব করে কেনা হয়ে উঠছিল না, আজ সেটি কিনে ফেলতে পারেন। কিংবা অন্য কোনো উপহার কিনে নিজেই নিজেকে দিন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে না হয় একটু ভালোমন্দ খেয়েও নিতে পারেন আজ। সূত্র : ন্যাশনাল টুডে


জেবি/এসবি