জাগ্রত আছিম গ্রন্থাগারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩
বিশিষ্ট লেখক ও সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা ও শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমানের সভাপতিত্বে জাগ্রত আছিম গ্রন্থাগার মিলনায়তনে বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফুল আলম কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার ছাইদুর রেজা, আছিম পাটুলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মফিজ উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, প্রতিষ্ঠাতা সদস্য জিএম মারুফ আল সোয়াদ, পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার, সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাগ্রত আছিম গ্রন্থাগারের সদস্যরা।
বিশেষ পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত "আমাদের ছোট রাসেল সোনা" বই এবং "বেদনায় ভরা দিন" নিবন্ধটি পাঠ করে তাদের অনুভূতি প্রকাশ করেছে।
উক্ত পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা তিনজন পাঠককে ৩ টি করে বই, বাকি অংশগ্রহণকারীদের ১ টি করে বই ও ৫ জন পাঠককে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
এছাড়াও বিশেষ পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারীদের দুইজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় পর্যায়ের গ্রন্থ পাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহিত্যিক ও সৃজনশীল মানুষ৷ উনার জন্মদিন উপলক্ষে জাগ্রত আছিম গ্রন্থাগারের ব্যাতিক্রমধর্মী এই উৎযাপনকে স্বাগত জানাই। এই শুভ দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা।"
আরএক্স/