ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার আর নেই
উকিল আব্দুস সাত্তার ভূঞা - ফাইল ছবি

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য  উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।


আব্দুস সাত্তার ভূঞার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার তার বাবার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।


আরও পড়ুন: পরীক্ষামূলক ট্রেন কক্সবাজারের পথে চলবে ১৫ অক্টোবর


তিনি বলেন, “বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”


আরও পড়ুন: ডেঙ্গু রোগীর সংখ্যা দুই লাখের ঘরে


উকিল আব্দুল সাত্তার ভূঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সংসারে জন্ম গ্রহণ করেন।। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন।

 

জেবি/এসবি