সোহাগ ওয়াজিউল্লাহ’র গীতিকবিতায় নতুন গান ‘পাখিটি পোষা ছিল রে’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


সোহাগ ওয়াজিউল্লাহ’র গীতিকবিতায় নতুন গান ‘পাখিটি পোষা ছিল রে’
সোহাগ ওয়াজিউল্লাহ

‘ভয়েস গার্ডেন’ এর ব্যানারে প্রকাশ হয়েছে তরুণ গায়ক আপনের নতুন গান ‘পাখিটি পোষা ছিল রে’।


এমনই এক পাখির প্রেমের/এতোই ছিলাম কানা। পাখিটি পোষা ছিলোরে/ছিলো না পোষ মানা। এমন চমৎকার কথায় গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। 


এটি সুর করেছেন মাসুদ আহমেদ ও সংগীতায়োজন করেছেন অনু মোস্তাফিজ। আল আমিন মাসুদের নির্মিত গানটির ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন রুবাইয়াত আরা রোসা। 


কন্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক গানটি সবার মনে দাগ কাটবে বলে আশাবাদী।


জেবি/এসবি