সাংসদ মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


সাংসদ মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
সাংসদ মানেকা গান্ধী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সম্পর্কে বিতর্কিত মন্তব‍্য করে বিপাকে পড়েছেন সাংসদ মানেকা গান্ধী। বিরুপ মন্তব‍্য করায় মানেকার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন ইসকন কতৃর্পক্ষ। 


বিজেপি সাংসদকে ইতিমধ্যেই ১০০ কোটি টাকার মামলার নোটিশ প্রেরণ করেছেন ইসকন সংস্থা। এই ধর্মীয় সংগঠনের দাবি, মানেকা গান্ধীর এই মন্তব‍্য সম্পূর্ণ ভিত্তিহীন। 


বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসকন সম্পর্কে বিতর্কিত এমন মন্তব‍্য প্রকাশ্যে আসে। বিস্ফোরক মন্তব‍্য নিয়ে সরগরম হয়ে ওঠে সারাদেশ । তারপর থেকেই তোলপাড় হয় কেন্দ্রীয় রাজনীতি। 


মানেকাকে ভিডিওতে বলতে শোনা যায়, “দেশের মধ‍্যে সবচেয়ে বড় প্রতারক হল ইসকন। ওরা গো-শালা চালায় এবং সুবিধা নেয় সরকারের থেকে। এরপর তিনি অন্ধ্রপ্রদেশের ইসকনের অনন্তপুর গো-শালা পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মানেকা জানিয়েছেন, গো-শালায় তিনি যতগুলি গরু দেখেছিলেন সবকটি দুগ্ধবতী গাভী। তাদের মধ‍্যে এমন কোনও গরু ছিল না যারা দুধ দেয় না। বাছুর ছিল না কোনও। অর্থাৎ খুব সহজেই অনুমেয় বাছুরগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে। কসাইদের কাছে গরুগুলিকে বিক্রি করে দেয় ইসকন। এরপর রাস্তায় গিয়ে ওরা হরে কৃষ্ণ হরে রাম গাইতে থাকে।” 


এই প্রসঙ্গে ইসকনের কলকাতা শাখার সহ সভাপতি রাধারমণ দাস বলেন, " তাঁদের ধর্মীয় সংগঠন ইসকন সম্পর্কে মানেকা গান্ধী যে বিরুপ মন্তব্য করেছেন তা অত্যন্ত দূর্ভাগ‍্যজনক। বিজেপি সাংসদের মুখে মানহানির এই অপবাদ কাম‍্য নয়। 


এই মন্তব্যের কারণে বিশ্বব‍্যাপী ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভানুধ‍্যায়ীরা সকলেই ব‍্যথিত। ইসকনের বিরুদ্ধে যে ভুয়ো প্রচার করা হচ্ছে, তার বিরুদ্ধে ন‍্যায় পেতে আমরা শেষ বিন্দু পর্যন্ত লড়ব। 


২৯ সেপ্টেম্বর আমরা সাংসদ মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠিয়েছি। ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করেছেন তিনি।"


আরএক্স/