সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল দীর্ঘদিন দক্ষতার সাথে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি ঐতিহাসিক ৬ দফা ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিভাবে অংশগ্রহণ করেন। ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
একজন মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি আজীবন মানুষের সেবা করে গেছেন। তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আরএক্স/