ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ পিএম, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।


শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।


বিদায়কালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। 


আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


কমিশনারের বিদায়ের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।


আরও পড়ুন: ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ কর দিতে হবে না: পলক


গেল ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারকে ডিএমপির কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।


জেবি/এসবি