আশুলিয়ায় সন্তানসহ মা-বাবার গলাকাটা মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৭ এএম, ১লা অক্টোবর ২০২৩


আশুলিয়ায় সন্তানসহ মা-বাবার গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হাসানের মালিকানাধীন ৫ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।


নিহত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন ওরফে বাবুল (৫০), তার স্ত্রী রাজশাহীর শাহিদা বেগম (৪০) ও এই দম্পতির সন্তান মেহেদী হাসান জয় (১২)।


ভাড়া বাসায় থেকে স্বামী-স্ত্রী দুজনে আশুলিয়ার আলাদা পোশাক কারখানায় কাজ করতেন। 


আরও পড়ুন: লালবাগের আগুন নিয়ন্ত্রণে


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ৪ তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান ভবনের অন্য ভাড়াটিয়ারা। সন্দেহ হলে তারা ওই ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। দরজা আটকানো না থাকায় সেটি খুলে কক্ষের ভেতরে বিছানার ওপর মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। তখন তারা বাড়ির মালিক ও থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ আসার পর ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। আরেক কক্ষে খাটের উপর স্বামীর গলাকাটা মরদেহ  দেখতে পান।


আরও পড়ুন: রাস্তায় এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন আর নেই


আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কক্ষের বিছানার ওপর থেকে মা ও ছেলের মরদেহ ও আরেক কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। তবে কে, কেন, কীভাবে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”


জেবি/এসবি