লালবাগের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩


লালবাগের আগুন নিয়ন্ত্রণে
প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর পুরান ঢাকার লালবাগের ১ নম্বর আতশখানা লেনের তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 


ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর   সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


এর আগে এদিন বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।


আরও পড়ুন: রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


ফায়ার সার্ভিস জানিয়েছে, “পুরনো ভবনটির নিচ তলায় দোকান, দ্বিতীয় তলায় কেমিক্যালের গোডাউন আর তৃতীয় তলার কিছু অংশ আবাসিক। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। ভবনটিতে কেমিক্যাল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। 


এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এছাড়া তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


জেবি/এসবি