যে ভাবে বুঝবেন থাইরয়েড ক্যানসার হয়েছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যে ভাবে বুঝবেন থাইরয়েড ক্যানসার হয়েছে

থাইরয়েড আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে গলগণ্ড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন সমস্যা হয়।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে থাইরয়েডের সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. হাসানুল হক নিপুণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, থাইরয়েডের রোগ সবার হতে পারে, বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, সবার হতে পারে। থাইরয়েডের যে রোগগুলো হয়, সে রোগগুলো হচ্ছেতিন ধরনের রোগ হয়। প্রথমে হচ্ছে ডেভেলপমেন্টাল। মানে জন্মগত যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডেভেলপ হয়েছে কিন্তু ডিসেন্ট করেনি। আরেকটা হতে পারে ফাংশনাল, সেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে, কিন্তু অধিক ফাংশন করছে, অথবা হাইপারফাংশন হচ্ছে। সেটাকে আমরা হাইপারথাইরয়েড বলি এবং কমন ফাংশন করছে। মানে হরমোন সিক্রেশন কম হচ্ছে, হাইপোথাইরয়েড হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে স্ট্রাকচারাল। স্ট্রাকচারালের মধ্যে টিউমার নিয়ে আসতে পারে। একটা ছোট গোটা নিয়ে আসতে পারে, অথবা একাধিক নিয়ে আসতে পারে। আরেকটা ডিফিউজ এনলার্জমেন্ট অব থাইরয়েড হতে পারে, আর একটা হচ্ছে ক্যানসার। থাইরয়েড গ্ল্যান্ডে ক্যানসার হতে পারে।

থাইরয়েড রোগের লক্ষণ সম্পর্কে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড, সেটার আলাদা কিছু লক্ষণ আছে। আজ থাইরয়েড ক্যানসারের লক্ষণ সম্পর্কে বলতে চাই। একজন রোগী এসে প্রথমে অভিযোগ করবে, আমার গলার সামনে একটা ফোলা আছে। কিন্তু তার আত্মীয়-স্বজন এসে বলবে গলার সামনে একটা ফোলা আছে। ফোলা হলেই যে ক্যানসার তা নয়। আমাদের যে ফোলা তার শতভাগ যদি ধরি, তার ২০ থেকে ১০ শতাংশ ক্যানসার। কখন আমি ক্যানসার বলব? যখন এই ফোলাটা অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে, গলার কণ্ঠস্বর বসে যাচ্ছে, গলার দুই পাশে নেক-নোডগুলো ফুলে যাচ্ছে। তার পর যে দলাটা ছিল, আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এ রকম যদি লক্ষণ থাকে, তাহলে আমি বুঝতে পারব যে এটা ক্যানসার হতে পারে। তখন অতি দ্রুত ডাক্তারের পরামর্শে যেতে হবে।

জি আই/