জুলাইয়ে ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৩,৫৮৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রবিবার (২৭ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহের এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে মোট রেমিট্যান্স ২৩০ কোটি (২.৩০ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে অর্থ পাঠানোর উৎসাহ এবং হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনার হার বৃদ্ধি ও ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়নের ফলে রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিকতা এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।
এর আগে, সদ্যসমাপ্ত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৮২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছর ২০২৩-২৪ এ রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ শতাংশ। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তি এনে দিচ্ছে।
আরএক্স/