লোহাগাড়ায় জ্বালানি তেলে পানি, লাখ টাকা অর্থদণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৬ পিএম, ১লা অক্টোবর ২০২৩


লোহাগাড়ায় জ্বালানি তেলে পানি, লাখ টাকা অর্থদণ্ড
ছবি: জনবাণী

অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে লোহাগাড়ার পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট  শরীফ উল্যাহ। 


অভিযানের বিষয়ে তিনি জানান, লোহাগাড়া উপজেলাধীন পদুয়া বাজারস্থ শাহ্ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং পানি মিশ্রিত অকটেন পরিশোধন না করা পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 


এসময় থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও জনকল্যাণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শরীফ উল্যাহ।


আরএক্স/