ক্যারিয়ার গ্রাফটা নতুন করে সাজাতে চাই: পরীমনি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩


ক্যারিয়ার গ্রাফটা নতুন করে সাজাতে চাই: পরীমনি
পরীমনি - ফাইল ছবি

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।


পরী বলেন, আমার ক্যারিয়ার গ্রাফটা নতুন করে সাজাতে চাই। অনেক তো হলো, এবার দারুণ দারুণ কাজ নিয়ে ফিরতে চাই। আগে যে কাজ না ভাবেই হয়তো করে ফেলতাম, এখন ১০০ বার ভেবে করি। আমার বিশ্বাস পরবর্তী কাজগুলো দর্শক ভীষণ ভাবে পছন্দ করবে। 


ইতোমধ্যে পরিচালক অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। 


আরও পড়ুন: ভারতে ‘জওয়ান’র আয়ের রেকর্ড


কিংকর আহসানের লেখা ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজটির দ্রুতই শুটিং শুরু হবে, যা প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। 


আরও পড়ুন: আজ নগরবাউল জেমসের জন্মদিন


জানা গেছে, ভালোবাসা দিয়ে নাকি সব কিছু জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি।


জেবি/এসবি