দুইটি আসনে মনোনয়ন চাইবেন নায়িকা মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি গেল ২৮ মার্চ মা হয়েছেন। এরইমাধ্যে মাতৃত্বকালীন অবকাশও কাটিয়ে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন তিনি। সেই সঙ্গে রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্যও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইবেন বলে মাহি নিজেই জানালেন।
যতদিন বাঁচবেন আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইবেন বলে উল্লেখ করে অভিনেত্রী বলেন, “এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন: ওজন বৃদ্ধির কারণে কটাক্ষের শিকার বিপাশা, দিলেন কড়া জবাব
মাহিয়া মাহি বলেন, “এখন ছেলে ফারিশকেই সময় দিচ্ছি বেশি। তা ছাড়া প্রতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল, মিটিং তো আছেই। সেই সঙ্গে ব্যবসাটাও দেখতে হচ্ছে। ফলে হাতে অনেক প্রস্তাব এলেও গ্রহণ করতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোদমে শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে। তখন ফারিশও একটু বড় হবে। মা ছাড়া থাকতে পারবে।”
জেবি/এসবি