Logo

কাকে মারতে চাইলেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৩, ২৩:২০
68Shares
কাকে মারতে চাইলেন পরীমনি
ছবি: সংগৃহীত

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গো’কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন পরী।

বিজ্ঞাপন

মাঝেমধ্যেই নানান ইস্যুতে আলোচনায় আসেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সবশেষ স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার কাউকে মারার ইঙ্গিত দিয়ে আরও আলোচনায় এসেছেন এই নায়িকা। একের পর এক ইস্যুতে আলোচনায় আসাটা যেন শেষই হচ্ছে না তার।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গো’কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন পরী।

বিজ্ঞাপন

তবে ওই সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে  বিনোদন মহলে চলছে আলোচনা। তা হলো তিনি কোনও একজনকে মারতে চেয়েছেন। কিন্তু কাকে মারবেন তা উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

পরীমনির কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? উত্তরে চিত্রনায়িকা বলেন, “সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনিই জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।”

বিজ্ঞাপন

এরপরেই তাকে জিজ্ঞাসা করা হয়, বাস্তব জীবনে পরীমণি কি কাউকে পিটিয়েছে? জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।”

বিজ্ঞাপন

পরীমণি আরও জানান, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন-চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। আমি যখন জেলে ছিলাম সে সময় গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে।

বিজ্ঞাপন

চিত্রনায়িকা বলেন, “যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। একই ইন্ডাস্ট্রিতে থাকি, যারা কনটেন্টগুলো বানান তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হবেই। তবে তাদের এমন মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD