Logo

রাজাপুরে দুই সন্তানসহ মা সাত দিন ধরে নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৩, ২৪:৩৯
30Shares
রাজাপুরে দুই সন্তানসহ মা সাত দিন ধরে নিখোঁজ
ছবি: সংগৃহীত

দিনমজুরের কাজ শেষে এসে স্ত্রী হোসনেয়ারা, ছেলে রবিউল হাওলাদার (৮) ও মেয়ে ইভা (১৬) ঘরে নেই।

বিজ্ঞাপন

ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামের ব্র্যাক এলাকায় দুই সন্তানসহ মা হোসনেয়ারা বেগম (৩২) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় দুই সন্তান ও স্ত্রীকে না পেয়ে স্বামী মোস্তফা হাওলাদার ওরফে ইকবাল থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। 

বিজ্ঞাপন

মোস্তফা হাওলাদার অভিযোগ করে জানান, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে দুই সন্তান ও বাসায় রাখা বিল্ডিং করার জন্য ১ লাখ ৮৫ হাজার দুই ভরি সোনার গহনা নিয়ে চলে যায়। দিনমজুরের কাজ শেষে এসে স্ত্রী হোসনেয়ারা, ছেলে রবিউল হাওলাদার (৮) ও মেয়ে ইভা (১৬) ঘরে নেই। 

বিজ্ঞাপন

ঘরের দরজা খোলা অবস্থায় দেখে ঘরে ডুকে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও কোন সন্ধান পাননি তাদের। তাদের সন্ধান পেলে যোগাযোগ করুন স্বামী ইকবাল, মোবাইল নম্বর- ০১৯৫৪৫৯৪২৫২। 

এ ঘটনায় থানায় ও ঝালকাঠির সহকারি সিনিয়র পুলিশ সুপারের (রাজাপুর সার্কেল) কাছে অভিযোগ দিয়েছেন। রাজাপুর থানার এএসআই রুস্তুম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD