কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আগাম নজরদারী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩


কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আগাম নজরদারী
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে থানা পুলিশের আগাম নজরদারী। চলছে নিয়মিত পূজা মন্ডপ পরিদর্শন ও টহল ডিউটি।


কার্তিক মাসের  প্রথম  সপ্তাহে শুরু হবে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের শুরুতেই বাজতে শুরু করেছে দেবী দুর্গার মর্তে আগমনী বার্তা। বরাবরের মত এবছরও সবচেয়ে বেশি পূজা মন্ডপ তৈরী হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।  বেশি পূজা অনুষ্ঠিত হওয়ায় প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন  পাল পাড়ার মৃৎশিল্পীরা।


উপজেলায় এ বছর একটি পৌরসভা ১১টি ইউনিয়নে ৯৮টি  পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।এর মধ্য পৌরসভা ২০টি  সুন্দর পুর দুর্গাপুর ইউনিয়নে ৫টি জামাল ইউনিয়নে ৭ টি কোলা ইউনিয়নে ১৪ টি নিয়ামতপুর ইউনিয়নে ৭টি সিমলা রোকনপুর ইউনিয়নে ২টি তেলোচানপুর ইউনিয়নে ৭টি রায়গ্রাম ইউনিয়নে ৭টি মালিয়াট ইউনিয়নে ৫টি বারোবাজার ইউনিয়নে ১১টি কাস্ট ভাঙ্গা ইউনিয়নে ১১টি রাখালগাছী ইউনিয়নে ২টি।


বিশেষ করে, প্রতিমার মুখ মণ্ডল তৈরির নিপুণ কাজে নারী শিল্পীরা খুবই দক্ষ। এ সকল প্রতিমা তৈরিতে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা খরচ হয়।


১মাস  আগে থেকে প্রতিমায় মাটির প্রলেপের কাজ শুরু করেন। ইতোমধ্যে প্রতিমা নির্মাণের কাজ শেষ। এখন চলছে সর্বশেষ মাটির প্রলেপের কাজ। যাকে বলা হয়, দো’মাটি করা। এর পর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন প্রতিমার দৃষ্টি নন্দিত রূপ।


পঞ্জিকা মতে, বাংলা সনের কার্তিক মাসের ৩ তারিখে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকেই মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে ওঠবে।  দশমীর  মধ্য দিয়ে পাঁচ দিনের এ পূজার অনুষ্ঠান সমাপ্ত হবে।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান,এবছর আগে থেকে প্রতিটি পূজা মন্ডপে নজরদারী করা হছছে।  শারদীয় দুর্গা পূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি প্রতিটি মন্ডপে থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্য। মন্ডপের নিরাপত্তা বেষ্টনী তৈরিতে থানা পুলিশের তৎপরতার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ইসরাত জাহান বলেন,  উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছেন বলেও জানান তিনি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি প্রতিটি মন্ডপে থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্য।


আরএক্স/