বন্যার আশঙ্কা তিস্তা পাড়ে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


বন্যার আশঙ্কা তিস্তা পাড়ে
ফাইল ছবি

সিকিমে অতিভারী বর্ষণে তিস্তা ভয়ংকর রূপ নিয়েছে। সেখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম (বাঁধ) ভেঙে গিয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার তথ্যানুযায়ী ডালিয়া পয়েন্টের পানি সমতল ৫১.৪৭ মি. বিপদসীমার ৬৮ সে.মি. নিচে বিগত ৩ ঘন্টায় ১৫ সে.মি. হ্রাস পেয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।  


কাউনিয়া পয়েন্টে পানি সমতল ২৯.০৫ মি. বিপদসীমার ৩০ সে.মি. উপরে বিগত ২ ঘন্টায় ০৫. সে.মি. হ্রাস পেয়েছে।


ডালিয়া ও কাউনিয়া পয়েন্টের পানি সমতল আজ বিকাল পর্যন্ত ধীরগতিতে হ্রাস পেয়ে পরবর্তীতে পুনরায় বৃদ্ধি পেতে পারে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র  বাপাউবো, পানি ভবন, ঢাকা।


তিস্তা নদী: ডালিয়া পয়েন্ট পানির সমতল ৫১.৪৭ মিটার (বিপদসীমা  ৫২.১৫ মিটার) যা বিপদসীমার ৬৮ সে.মি নিচে ।


 কাউনিয়া পয়েন্ট: পানির সমতল ২৯.০৫ মিটার (বিপদসীমা ২৮.৭৫ মিটার) যা বিপদসীমার ৩০ সে.মি উপরে। 


ধরলা নদী: শিমুলবাড়ি পয়েন্ট পানি সমতল ২৯.০৩ মিটার, (বিপদসীমা ৩১.০৯ মিটার)  যা বিপদসীমার ২০৬ সে.মি নিচে ।

 

পাটগ্রাম পয়েন্ট: পানি সমতল ৫৭.১০ মিটার (বিপদসীমা ৬০.৩৫ মিটার) যা বিপদসীমার ৩২৫ সে.মি. নিচে। 


লালমনিরহাটে গতকাল সকাল ৮ টা হতে আজ সকাল ৮ টা পর্যন্ত বৃষ্টিপাতঃ ৬৮ মিলিমিটার।


আরএক্স/