ভারতের গুয়াহাটি মহানগর কৃত্রিম বন‍্যায় ভাসছে


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩


ভারতের গুয়াহাটি মহানগর কৃত্রিম বন‍্যায় ভাসছে
গুয়াহাটি মহানগর কৃত্রিম বন‍্যায়

কৃত্রিম বন‍্যায় ভাসছে আসামের গুয়াহাটি মহানগর। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে উঠেছে মানুষের। 


চারদিকে শুধু বৃষ্টির জমা জল। রাতভর ভারী বর্ষণে গুয়াহাটির বৃষ্টিপ্রবণ এলাকায় আবারও কৃত্রিম বন‍্যার সৃষ্টি হয়েছে। বন‍্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 


নগরীর অনিলনগর,নবীননগর ও চানর্মরি এলাকা প্লাবিত হয়েছে। ভিআইপি সড়ক, পাথরকুয়ারি ও বড়বাড়িতে ও বন‍্যা দেখা দিয়েছে। আরজি বরুয়া রোডে প্রচুর জল জমে আছে।


জুরোড প্রায় বাধাগ্রস্ত যাতায়াতে এককথায় জলবন্দি হয়ে পড়েছেন গুয়াহাটি নগরবাসী।


আরএক্স/