Logo

চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ২০:৪৮
54Shares
চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী
ছবি: সংগৃহীত

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তাঁর মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সাথে থাকতেন।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ কানাডার স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা সম্পন্ন হলে কবির মরদেহ অন্টারিও'র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়। 

বিজ্ঞাপন

উল্লেখ, কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর রাত ৩টার সময় কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে মার যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গেল এক বছর ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। 

বিজ্ঞাপন

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তাঁর মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সাথে থাকতেন। 

বিজ্ঞাপন

কবির জামাতা নাদিম ইকবাল জানিয়েছেন, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গেলমাসে তাকে কানাডার লেক রিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: সত্য আর মানবিকতার বন্দনায় কবি মোস্তফা কামাল

কবি আসাদ চৌধুরী  ১৯৪৩ সালের ১১ ই ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD