আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না বললেন সিইসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩
আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না বলে উল্লেখ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা বারবার বলছি যে, আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।
শনিবার (৭ অক্টোবর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ২৯ বছর ক্ষমতায় থেকে তারা দেশের মানুষকে কিছুই দিতে পারেনি: প্রধানমন্ত্রী
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী- তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কীভাবে উঠে আসবে সেটা নিয়েও আলোচনা করা হবে।”
আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, সাবেক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি