ঈদুল ফিতর কবে?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঈদুল ফিতর কবে?

ঈদুল ফিতর কবে হবেএমন প্রশ্ন করে থাকেন অনেকে। মূলত রোজার ঈদ নির্ভর করে কয়টি রোজা হবে তার উপরে। সুতরাং আগে থেকেই নিশ্চিতভাবে বলা সম্ভব না তবে রোজার ঈদ হবে। তবে এবার ঈদের সম্ভাব্য তারিখগুলো আমরা পাঠকদের তুলে ধরেছি এই লেখায়।

বছর রোজা কবে শুরু হবে?

হিজরি সনের মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত উপলক্ষ-অনুষ্ঠান পালন করতে হিজরি সন গণনার ওপর নির্ভর করতে হয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির সময় আনুমানিক দিন গণনা করে মাসের হিসেবে সম্ভাব্য তারিখে শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা শবে মেরাজসহ অন্যান্য দিবস নির্ধারণ করা হয়ে থাকে। তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল বলেও জানিয়ে দেওয়া হয়।

আরবি বৎসর গণনা করা হয়ে থাকে ৩৫৫ বা ৩৬৫ দিনে। এদিকে বংলা বা ইংরেজি বছরগুলো নির্দিষ্টভাবে ৩৬৫

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়