আন্তর্জাতিক সম্মেলনে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন ইবির দুই শিক্ষার্থী


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩


আন্তর্জাতিক সম্মেলনে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন ইবির দুই শিক্ষার্থী
চ্যাম্পিয়ন ইবির দুই শিক্ষার্থী

মংক্যচিং মারমা: খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) অনুষ্ঠিত 'টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু রেজা ও মোঃ তানভীর আহম্মেদ। 


রবিবার (৮ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি সম্পন্ন হয়।


জানা যায়, দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি ছয়টি সায়েন্টিফিক সেশনে সম্পন্ন হয়েছে। প্রতিটি সেশনে দেশি-বিদেশি আমন্ত্রিত বক্তা পৃথক পৃথক রিসোর্স পার্সন হিসেবে তাঁদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। এসময় প্রতিটি সেশনে মোট ৯৮ টি পোস্টার প্রেজেন্টেশন সম্পন্ন হয়েছে। 


এর মধ্যে মাইক্রোবিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন আবু রেজা এবং বায়োএনার্জি, টক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ তানভীর আহম্মেদ। তারা উভয়েই অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের তত্বাবধানে 'মেডিকেল এন্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি (MEBT)' নামক বিশেষায়িত ল্যাবে থিসিস করছেন। 


এছাড়াও তারা একই বিভাগ থেকে অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলামের তত্ত্বাবধানে আবু রেজা এবং অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের তত্ত্বাবধানে মোঃ তানভীর আহম্মেদ বিএসসি অনার্স সম্পন্ন করেছেন। 


চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আবু রেজা বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন, সেই সাথে আমার বিভাগের এবং আমার বিশ্ববিদ্যালয়েরও অর্জন। বিজ্ঞানের অগ্রগতি ও নতুন গবেষণা সম্পর্কে জানার জন্য আমাদের আরো বেশি বেশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করা উচিত। 


আরেক চ্যাম্পিয়ন মোঃ তানভীর আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, আল্লাহ আমাকে এতটা সম্মান দিবেন আগে ভাবিনি। আমার নাম ঘোষণার পর যখন পুরষ্কার নিতে স্টেজে উঠলাম, তখন দেখি আমার বন্ধুর নাম ঘোষণা করেছে। এর চেয়ে সুন্দর অনুভুতি আর হতে পারে না।


এর আগে গত শনিবার (৭ অক্টোবর) সকাল টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক সম্মেলনটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 


এতে প্লেনারি স্পিকার হিসেবে বায়োটেকনোলজির ক্রমবর্ধমান অগ্রগতির বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ তোফাজ্জেল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সচিব প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ। 


প্রসঙ্গত, সম্মেলনটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ থেকে শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ২০ জন অংশগ্রহণ করেন। এছাড়াও সম্মেলনটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত হওয়ায় কানাডা, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, সুইডেন এবং ভারতের প্রায় ৩০০জন শিক্ষক/গবেষক/বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন। এরমধ্যে ১৭৫ জন বিভিন্ন সেশনে সরাসরি গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। 


আরএক্স/