উন্নয়নের জন্য একটু যানজট হজম করতে হবে: পরিকল্পনামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩


উন্নয়নের জন্য একটু যানজট হজম করতে হবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান - ফাইল ছবি

উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা উন্নয়ন চাই। কিন্তু উন্নয়নের ব্যথা সহ্য করতে পারি না। উন্নয়নের জন্য একটু যানজট হজম করতে হবে। কিছুদিন পরই এর সুবিধা পাবেন।’


বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ উন্নয়ন সংলাপে এ কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, “পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”


আরও পড়ুন: দেশবাসীকে হলে গিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’দেখতে প্রধানমন্ত্রীর আহ্বান


ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।


আরও পড়ুন: খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ১৩ নভেম্বর


এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, “ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে।” 


এতে দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর শঙ্কা দেখছেন তিনি।


জেবি/এসবি