Logo

৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ: মোহন ভাগবত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৩, ২৪:৩২
28Shares
৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ: মোহন ভাগবত
ছবি: সংগৃহীত

আরএসএস প্রধানের মুখে এবার ধর্মনিরপেক্ষতার বুলি। সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, " আজ থেকে নয়, ৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ।"

বিজ্ঞাপন

আরএসএস প্রধানের মুখে এবার ধর্মনিরপেক্ষতার বুলি। সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, " আজ থেকে নয়, ৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ।" 

বুধবার (১১ অক্টোবর ) এক বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধান বলেন, " মাতৃভূমিকে আমরা আমাদের ঐকের প্রতীক হিসেবে দেখি। আমাদের ৫ হাজার বছরের ইতিহাস বলছে ভারত ধর্মনিরপেক্ষ। সবতত্ত্ব জ্ঞানের উপসংহার এটাই।" সংঘপ্রধানের মুখে শোনা গেল বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের কথাও। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গোটা বিশ্ব একটা পরিবার। এটাই আমাদের অনুভব। সবার সেটা জানা উচিত। আর সেভাবে সকলের আচরণ করা উচিত। আরও বলেন, এত বিশাল বৈচিত্র্যের মধ‍্যেও ঐক্যের যে ছবি, সেটাই ভারতের মহানবতা। 

বিজ্ঞাপন

তিনি বলেছেন, "আমাদের দেশে এত বৈচিত্র্য। তাই একে অপরের বিরুদ্ধে লড়বেন না। ভারতকে এমনভাবে গড়ে তুলুন যাতে বিশ্ববাসীকে একতার শিক্ষা দেওয়া যায়। 

সাধুসন্তরা ভারত দেশটি তৈরিই করেছিলেন। শুধু বিশ্বের সব মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন‍্য।"

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD