Logo

রবিবার স্কুল-কলেজে যে কর্মসূচি পালনের নির্দেশ মাউশির

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৩, ২০:০৫
61Shares
রবিবার স্কুল-কলেজে যে কর্মসূচি পালনের নির্দেশ মাউশির
ছবি: সংগৃহীত

সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে।

বিজ্ঞাপন

সারা দেশের সব স্কুল-কলেজে রবিবার (১৪ অক্টোবর) ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির থেকে পাঠানো এক আদেশে বলা হয়েছে, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোববার সব স্কুল-কলেজকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে।

বিজ্ঞাপন

‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গেল ১২ অক্টোবর পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রবিবার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এদিন ঢাকার শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এ সময় তারা গাড়ি চালকদের এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD