Logo

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, মানতে হবে ১৪ নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৮:২৭
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, মানতে হবে ১৪ নির্দেশনা
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম দিনে বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ইংরেজি ও তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বোর্ড এবছর পরীক্ষার্থীদের জন্য মোট ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র পূরণ থেকে শুরু করে ব্যবহারিক পরীক্ষা ও ফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে, তবে এ দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

প্রবেশপত্র সংগ্রহের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সব শিক্ষার্থীর মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে।

শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। এসব নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

বিজ্ঞাপন

উত্তরপত্র পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—এই তিন অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন রাখতে পারবেন না। তবে বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে। একই উপস্থিতি পত্র ব্যবহার করে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এছাড়া ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা চাইলে ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে এবছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

এসএসসি) পরীক্ষার রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD