Logo

এমপিওভুক্তির পথে কারিগরির ৬৪০ শিক্ষক, নোটিশ জারির অপেক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৮
এমপিওভুক্তির পথে কারিগরির ৬৪০ শিক্ষক, নোটিশ জারির অপেক্ষা
ছবি: সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৬৪০ জন শিক্ষককে এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই শিক্ষকদের এমপিওভুক্তি নিশ্চিত করে সরকারি নোটিশ জারি করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, ৬৪০ জন শিক্ষকের এমপিওভুক্তির ফাইল প্রস্তুত। তবে ফাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর এখনো দেওয়া হয়নি। স্বাক্ষরের পর ফাইল আমাদের বিভাগে আসবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্তি না হওয়ায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অনেকেই সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এর ফলে নতুন অনেক নিবন্ধনধারী শিক্ষক এই প্রক্রিয়ায় চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এক নাম প্রকাশ না করার শর্তে শিক্ষক বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ পেলেও দীর্ঘদিন ধরে এমপিওভুক্তি পাইনি। সপ্তম গণবিজ্ঞপ্তিতে বাড়ির কাছের প্রতিষ্ঠানের পদ শূন্য হওয়ায় আমরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষকদের সরকারি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া, প্রতিষ্ঠানে শিক্ষাদানের মানও উন্নত করার উদ্দেশ্যে এই প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এভাবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত ৬৪০ শিক্ষক শিগগিরই এমপিওভুক্ত হবার পথে রয়েছেন, যা কারিগরি শিক্ষার সেক্টরে শিক্ষকশক্তি স্থিতিশীলতা ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD