Logo

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা জানালেন ডিজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৬:২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা জানালেন ডিজি
ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁস, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল চাকরিপ্রার্থী। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান এক গণমাধ্যমকে জানান, পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে যে প্রশ্নপত্রগুলো উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি ও জেলা প্রশাসনের উদ্ধার করা প্রশ্নপত্র যাচাই করেও একই তথ্য পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে মহাপরিচালক স্বীকার করেন, প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি—তা বলা যাবে না। তিনি বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকলের চেষ্টা করা হয়েছিল, যা সরাসরি প্রশ্নফাঁসের মধ্যে পড়ে না। এই অপরাধে ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

বিজ্ঞাপন

পরীক্ষা বাতিলের দাবির বিষয়ে ডিজি বলেন, চাকরিপ্রার্থীরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। সেই দাবির প্রতি সম্মান দেখিয়ে অভিযোগগুলো তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম বা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।

তিনি আরও জানান, এর আগেও এমন পরিস্থিতিতে দুই দফা পরীক্ষা বাতিলের নজির রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে একদল চাকরিপ্রার্থী বিক্ষোভ সমাবেশ করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানান। বর্তমানে তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছেন নিয়োগপ্রত্যাশীরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD