প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যে তথ্য জানাল অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার (৯ জানুয়ারি)। সারা দেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিচারে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব জানান, ফল প্রকাশের সময়সূচি নির্ধারণে অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। অধিদপ্তরের লক্ষ্য থাকে পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রশ্নপত্র প্রস্তুত ও মূল্যায়নসহ কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তত্ত্বাবধান করে থাকে। বর্তমানে বুয়েটের নিজস্ব ভর্তি পরীক্ষা চলমান থাকায় কিছুটা সময় লাগতে পারে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও নির্ধারিত সময়ের ভেতর ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও সময়মতো ফল প্রকাশ করা সম্ভব হবে।







