Logo

এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, বিদেশে রয়েছে ৭টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৫:২০
এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, বিদেশে রয়েছে ৭টি
ফাইল ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ড চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। প্রশাসনিক কারণে কিছু পরীক্ষা কেন্দ্র বাতিল হওয়ায় এবার বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি। এর মধ্যে ৭টি কেন্দ্র বিদেশে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে।

এর আগে ৫ জানুয়ারি বোর্ড প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কয়েকটি কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। বাতিল করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) এবং মির্জাপুর (মির্জাপুর ক্যাডেট কলেজ)।

বিজ্ঞাপন

অন্য বাতিলকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীনে লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ বাতিল করা হয়েছে, কারণ সেখানে পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এছাড়া বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রীস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রও স্থগিত করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD