তীব্র যানজটের কবলে রাজধানী, দুর্ভোগে যাত্রীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


তীব্র যানজটের কবলে রাজধানী, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এ  সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল গড়ালেও যানজট কমার কোনও লক্ষণ নেই। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


সোমবার (১৬ অক্টোবর) পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা গুলিস্তান ও শান্তিনগর এলাকায় ব্যাপক যানজটের এ চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। আর গুলিস্তান হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে রয়েছে।


আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চালু


পল্টনে জ্যামে আটকে থাকা রকিবুল জানান, প্রায় ৩০ মিনিট হলো পল্টনে বসে আছি। গুলিস্তানেও অনেক জ্যাম। এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই।


হাসান নামে এক যাত্রী বলেন, নিউ মার্কেট থেকে মতিঝিলে একটি কাজে যাচ্ছিলাম। যানজটের কারণে গাড়িতেই বসে আছি। জ্যামের কারণে আমার মতো অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন।


আরও পড়ুন: ঢামেকে একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মনসুরা


এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, “পল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে দুপুর একটা থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা এবং ফকিরাপুলে যান চলাচল ব্যাহত হয়েছে।” গাড়ি কোনও  দিকেই চলতে করতে পারছে না। পল্টনে রাস্তা ফ্রি না হওয়া পর্যন্ত এই যানজট থাকবে বলেও জানান তিনি।


জেবি/এসবি