Logo

কলাপাড়ায় খেয়া বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৩, ০১:১৪
74Shares
কলাপাড়ায় খেয়া বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে পুনরায় খেয়া চালু হলেও, ইজারাদার আবারও হামলার ভয়ে ঘুরছেন প্রশাসনের কাছে।

বিজ্ঞাপন

কলাপাড়া ও তালতলীর উপজেলার মধ্যবর্তী জালালপুর ও সওদাগার পাড়ার খেয়ার ইজারাদারকে মারধর ও চাঁদা দাবী সহ খেয়াঘাটে যেতে না দেওয়ার  অভিযোগ সওদাগর পাড়ার ইউপি সদস্য জসিম সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। 

এই ঘটনায় ২ দিন খেয়াবন্ধ থাকায় দুই পাড়ের পারাপারে যাত্রীদের ভোগান্তি পড়তে হয়। তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে পুনরায় খেয়া চালু হলেও, ইজারাদার আবারও হামলার ভয়ে ঘুরছেন প্রশাসনের কাছে। 

বিজ্ঞাপন

জানা যায়, বিভাগীয় কমিশনারের কাছ থেকে ৩০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সাড়ে ৫ লক্ষ টাকায় ইজারা পেয়েছেন নিজাম পাহলান। ইজারা নিয়ে ঘাট পরিচালনা করলে সওদাগরপাড়ার ইউপি সদস্য জসিম উদ্দিন ১ লক্ষ টাকা দাবীসহ আত্মীয় স্বজনদের খেয়াপারের টাকা দিতে অনিহা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হলে  ওপার গেলে কামাল গাজী সহ ৭/৮ জন নিজাম পাহলানের উপর হামলা চালালে কলাপাড়া হসপিটালে ভর্তি হয়। এরপরে মামলা হলে বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। 

মাহমুদা নামের এক যাত্রী জানান, খেয়াঘাটের ঝামেলায় অনেক সময় দাঁড়িয়ে আছি কেউ আসছেনা পাড় করতে আমার তারাহুরো যাওয়া লাগে এই ঝামেলার, খুব দ্রুত সমাধান করা উচিৎ খেয়া বন্ধ থাকলে ভোগান্তির শেষ থাকেনা। 

বিজ্ঞাপন

নিজাম পাহলানে ভাগিনা বলেন, মামা নিজাম পাহলানকে মারধরের পরে অনেক যাত্রী জমা হয়ে যায় ঘাটে আমি তাদেরকে পার করতে গেলে ওপারের স্থানীয় ইউপি সদস্য জসিম গাজী আমাকে ডেকে বলেন আমি সহ আমার মামারা যেন খেয়াঘাটে না আসি। পড়ে তার নেতৃত্ব ছোট নৌকায় তাঁরা মানুষ পারাপার করেন। 

বিজ্ঞাপন

নিজাম পাহলানের ছোট ভাই মিজান বলেন, আমরা প্রাই দীর্ঘ তিন বছর যাবত খেয়া পরিচালনা করে আসছি ওপারের জসিম মেম্বার সহ তার পরিবারের লোকজন আমাদের কাছে টাকা ১ লক্ষ টাকা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকার করায় আমার ভাইয়ের উপরে হামলা চালায় আমাদের কাছ থেকে তাঁরা খেয়া নিয়ে যাত্রী পারাপার করেন। এতে আমাদের অর্থিক ক্ষতি হয় আমার ভাইকে কলাপাড়া ডাক্তার দেখাতে অনেক টাকা খরচ হয়ে যায়। 

এই বিষয় ইউপি সদস্য জসিম গাজী কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এই খেয়া নিয়ে আমাদের কোন ব্যক্তিগত আক্রোশ নেই তবে এই খেয়া পরিচালনা করা নিজাম পাহলান মানুষের সাথে খারাপ আচরন করেন। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় করেন আমি ইউপি সদস্য সেই হিসেবে আমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসে। আমি অনেকবার সাবধান করে দিলেও তারা পরিবর্তন হয়নি। মারামারির বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার আত্মীয় স্বজনের সাথে ঝামেলা হয়েছে শুনেছি কিন্তু মারামারি হয়নি এটা ওরা মিথ্যা কথা বলছেন। 

বিজ্ঞাপন

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা জানান, আমি বিষয়টি শুনেছি  তাদেরকে উপজেলায় আসতে বলছি কারণ ওখানে ঝামেলা হলে খেয়া বন্ধ হয়ে যাবে এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হবে উভয় পক্ষ আসলে আমি কথা বলে সমাধান করে দিবো।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD