সারের কোনো ঘাটতি নেই দেশে: কৃষিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সারের কোনো ঘাটতি নেই দেশে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী বোরো মৌসুম পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ফলে সার নিয়ে কোনো সমস্যা হবে না।

সোমবার (৭ মার্চ)  সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনেসার বিষয়ক জাতীয় সমন্বয় পরামর্শক কমিটিরসভায় তিনি কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সারের ঘাটতি না থাকলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে সার বিতরণ ব্যবস্থা তদারকি মনিটরিং করা হবে, যাতে সার নিয়ে কোনো সমস্যা না হয়। কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী অত্যন্ত সুলভে বাজার মূল্যে সার কিনতে পারে।

এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় একত্রে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনো সংকট হয়নি। কৃষকরা সহজে, সুলভ দামে পর্যাপ্ত সার পেয়েছেন। এর ফলেই আজ কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।